করোনার প্রভাবে দেশের খেটে খাওয়া দুস্থ্য ও অনাহারীদের পাশে দাঁড়িয়েছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)। সংস্থার উদ্যোগে ‘করোনায় স্বেচ্ছাসেবী’ নামে সংগঠনের মাধ্যমে ৬টি জেলায় প্রায় ২৪০টি পরিবারে এক সপ্তাহের খাদ্যা সামগ্রি পৌছে দিয়েছে।
সোমবার ‘করোনায় স্বেচ্ছাসেবী’দের পক্ষ থেকে ঢাকার সাভারে ২৫টি রিক্সা চালক পরিবার, উত্তরায় ২৫টি, মেহেরপুরে দরিদ্র ১০০ পরিবার, খুলনার ৩০টি, কুড়িগ্রামে ৩০টি, চুয়াডাঙ্গার ৮টি ও সাতক্ষিরার ৩টি দিন মজুর, রিক্সা চালক ও হত দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। এসব পরিবারকে এক সপ্তাহের চাল, ডাল, তেল, আলু, লবন পৌছে দিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এছাড়া কিছু পরিবারে মাস্ক ও সাবান দিয়ে সহায়তা করা হয়।
এসব পরিবারকে সহযোগীতার জন্য সিসিএস-সিওয়াইবি’র ‘করোনায় স্বেচ্ছাসেী’দের সাথে পাশে দাড়িয়েছে অনলাইন শপিং মল ‘ইভ্যালি’ ও ‘ব্র্যান্ড বাই.এক্সওয়াইজেড’। এছাড়া সমাজের বিত্তবান মানুষও ‘করোনায় স্বেচ্ছাসেবী’কে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সিসিএস এর নির্বাহী পরিচালক ও ‘করোনায় স্বেচ্ছাসেবী’র উপদেষ্টা পলাশ মাহমুদ বলেন, ‘দেশের সব মানুষ এখন ঘরে অবস্থান করছেন। হত দরিদ্ররা এখন অসহায় হয়ে পড়েছেন। এখন আমাদের উচিৎ তাদের মুখে দু’মুঠো খাবার তুলে দেয়া। আমরা দেশব্যাপী সকলের পাশেই দাড়ানোর চেষ্টা করছি। তবে সাধ্য খুবই সিমীত। আমি সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানাই আপনারা আমাদের সাথে অংশ নিন।’
উল্লেখ্য, ‘করোনায় স্বেচ্ছাসেবী’ হত দরিদ্রদের পাশে দাড়াতে দেশের সকল জেলাকে ১৪টি অঞ্চলে বিভক্ত করে কার্যক্রম চালাচ্ছে। প্রতিটি অঞ্চলে সমন্বয়কারীর মাধ্যমে জেলা ও উপজেলায় স্বেচ্ছাসেবীদের দিয়ে অসহায় পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে। প্রতিটি পরিবারে ৫শ টাকায় এক সপ্তাহের খাবার দেয়া হচ্ছে। ‘করোনায় স্বেচ্ছাসেবী’দের বিকাশের মাধ্যমে (০১৯১৮৭৯৩৪৫৬ ও ০১৭২৩৬৩৬৩৪৪, পারসোনাল) নাম্বারে সহযোগীতা করা যাবে।
বার্তা প্রেরক
জয়ন্ত কৃষ্ণ জয়
কেন্দ্রীয় মিডিয়া ও আউটরিস সম্পাদক
কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)।
মোবা: ০১৯৭৭৪৫৩৬৫৩
106/A, Green Road, Farmgate
Dhaka, Bangladesh
+88 01977 453 653
info@ccsbd.net
Lorna Office Complex (2nd Floor)
95, New Eskaton Road
Dhaka - 1205, Bangladesh
+88 01977 453 653
info@ccsbd.net
Design and Developed by